অর্থনীতি

জমি কিনবে ব্র্যাক ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি প্রধান কার্যালয় নির্মাণের জন্য ঢাকায় জমি কিনবে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচলনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন, ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষে কোম্পানি সচিব এম মাহবুবুর রহমান, এফসিএস স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে ব্যাংকটি।

জানা গেছে, ব্যাংকটির প্রধান কার্যালয় নির্মাণের এই জমি অধিগ্রহণের জন্য আনুমানিক খরচ নির্ধারণ করা হয়েছে ৩০০ কোটি টাকা।