বিনোদন

পরিচালক কুমার সাহানি মারা গেছেন

ভারতের বরেণ্য নির্মাতা, চিত্রনাট্যকার কুমার সাহানি মারা গেছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টায় কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর প্রকাশ করেছে।

কুমার সাহানির ঘনিষ্ঠ বান্ধবী অভিনেত্রী মিতা বাশিষ্ঠ। এ পরিচালকের মৃত্যুর খবরের সত্যতা জানিয়ে সংবাদ সংস্থাটিকে বলেন, ‘বার্ধক্যজনিত সমস্যা নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কুমার সাহানি। গতকাল রাত ১১টায় মারা যান তিনি।’

১৯৪০ সালের ৭ ডিসেম্বর অবিভক্ত ভারতের সিন্ধু প্রদেশের লারকানায় জন্মগ্রহণ করেন কুমার সাহানি। পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় (এফটিআইআই) পড়াশোনা করেন। সেখানে বাঙালি পরিচালক ঋত্বিক ঘটকের সরাসরি ছাত্র ছিলেন।

৬ দশকের ক্যারিয়ারে ‘মায়া দর্পণ’, ‘তরঙ্গ’, ‘কসবা’র মতো প্রশংসিত সিনেমা নির্মাণ করে পরিচিতি লাভ করেন কুমার সাহানি। নির্মাতা হিসেবে পিয়ের পাওলো পাসোলিনি ও আন্দ্রেই তারকোভস্কির প্রভাব নিজের সিনেমায় ধারণ করেন। গল্প বলার ক্ষেত্রে সমসাময়িক নির্মাতাদের চেয়ে আলাদা ছিলেন কুমার সাহানি।

১৯৭২ সালে হিন্দি ঔপন্যাসিক নির্মল বর্মার কাহিনি অবলম্বনে কুমার সাহানি নির্মাণ করেন ‘মায়া দর্পণ’। এটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।