ক্যাম্পাস

ঢাবি ডিবেটিং সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত 

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) কার্যনির্বাহী কমিটি ২০২৩-২০২৪ সেশনের  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী অর্পিতা পোদ্দার এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী  আদনান মুসতারী।

রোববার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাবির টিএসসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ডিইউডিএস এর সদ্য সাবেক সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মাহবুবা নাসরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফলাফলের  বিষয়টি নিশ্চিত করা হয়।