মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় টাকার বিনিময়ে প্রক্সি দিতে এসে ৪ জন আটক হয়েছেন।
রোববার (২৫ ফেব্রুয়ারি) তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মনিরুজ্জামান, শরিফুল ইসলাম, সজীব হোসাইন ও মিরাজ হোসেন।
মাগুরার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতের আওতায় ১১-১৭ গ্রেডভুক্ত ৬টি পদের বিপরীতে ৭১ জনকে নিয়োগের জন্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি)।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে রোববার জেলা সিভিল সার্জন কার্যালয়ে আহ্বান জানানো হয়। মৌখিক পরীক্ষা চলাকালে আটক প্রার্থীদের লিখিত পরীক্ষার খাতা সমন্বয় করতে গেলে মিল না পাওয়ায় তাদের পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা একেক জন ২ লাখ টাকার বিনিময়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে এসেছিল।
মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) পিয়ার উদ্দিন বলেন, সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় টাকার বিনিময়ে প্রক্সি দিতে এসে ৪ জন আটক হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
‘তবে, লিখিত পরীক্ষায়ও তারা অংশগ্রহণ করেছিল কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।’ - যোগ করেন তিনি।