খেলাধুলা

নিকোলাস পুরানকে নিয়ে ব্যাটিংয়ে রংপুর

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলত নেমে বড় চমক দেখাল রংপুর রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটসম্যান নিকোলাস পুরানকে উড়িয়ে এনেছে তারা। আজ মাঠেও নামছেন মারকুটে ব্যাটসম্যান। শুধু পুরান নয়, রংপুর খেলাচ্ছে আফগানিস্তানের বাঁহাতি পেসার ফজল হক ফারুকিকেও। 

ম্যাচে টস জিতেছে কুমিল্লা। টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়ে তারা।

হাইভোল্টেজ এই ম্যাচকে ঘিরে মিরপুর শের-ই-বাংলার গ্যালারি কানায় কানায় ভরপুর। তিল ধারণের জায়গাও নেই। এছাড়া স্টেডিয়ামের বাইরে দর্শকদের আনাগোনা তো রয়েছেই।  বিগ বাজেট, বড় নাম, শক্তিতে দুই দল একদমই পাশাপাশি। মাঠের ক্রিকেটেও দুই দলের লড়াই হয় হাড্ডাহাড্ডি। প্রথম দুই দল দুইবার মুখোমুখি হয়েছিল। একবার করে জিতেছিল প্রত্যেকে। আজ কার মুখে হাসি ফুটে সেটাই দেখার।

যে জিতবে সে চলে যাবে ফাইনালে। পরাজিত দলকে ফাইনালের টিকিট পেতে হলে জিততে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারা। যেখানে তাদের অপেক্ষায় ফরচুন বরিশাল।

রংপুর রাইডার্স একাদশ: কাজী নু্রুল হাসান সোহান, সাকিব আল হাসান, রনি তালুকদার, শেখ মাহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, হাসান মুরাদ, আবু হায়দার রনি, নিকোলাস পুরান, মোহাম্মদ নবী, জিমি নিশাম ও ফজল হক ফারুকি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মুশফিক হাসান, তানভীর ইসলাম, রোহানত দৌল্যা বর্ষণ, সুনীল নারিন, মঈন আলী, জনসন চার্লস ও আন্দ্রে রাসেল।