কুষ্টিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শান্ত ইসলাম (১৮)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ি এলাকার মোস্তফা আলীর ছেলে ও ট্রাক চালকের সহকারী ছিলেন।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল শেখ বলেন, বটতৈল এলাকার রুহুল ফিলিং স্টেশনের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি পাথরবোঝাই ট্রাক।
‘সকালে নেত্রকোনা থেকে ঝিনাইদহগামী মিষ্টি কুমড়া বোঝাই একটি ট্রাক ওই ট্রাকের পেছনে ধাক্কা দিলে চলন্ত ট্রাকের হেলপার শান্ত পড়ে ঘটনাস্থলেই মারা যান।’ - যোগ করেন তিনি।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।