চলতি বছরে ভারতের ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় ‘টপ থার্টি’-তে জায়গা করে নিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। এ তালিকার শীর্ষে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
‘আইই ১০০ দ্য মোস্ট পাওয়ারফুল ইন্ডিয়ান অব ২০২৪’-এর তালিকা প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। এ তালিকার ২৭ তম স্থানে জায়গা পেয়েছেন শাহরুখ খান। ভারতীয় অভিনয়শিল্পীদের মধ্যে শাহরুখ ছাড়া শীর্ষ ত্রিশের তালিকায় আর কেউ জায়গা পাননি।
ক্রিকেটার বিরাট কোহলি, অভিতাভ বচ্চনকে পেছনে ফেলেছেন শাহরুখ খান। তাদের অবস্থান এখন যথাক্রমে ৩৮ এবং ৫৮। গত বছর এ তালিকায় আলিয়া ভাটের অবস্থান ছিল শততম। এবার কয়েক ধাপ এগিয়ে তার অবস্থান ৭৯তম।
দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। এ বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’।