অজয় দেবগনের পরবর্তী সিনেমা ‘শয়তান’। বিকাশ বহেল নির্মিত এ সিনেমায় অজয়ের সঙ্গে পর্দা শেয়ার করেছেন আর মাধবন, জ্যোতিকা। আগামী ৮ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। শর্ত সাপেক্ষে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।
সিনেমাটিতে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর ইঙ্গিত রয়েছে। তা নিয়ে আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড। বলিউড হাঙ্গামার তথ্য অনুসারে, সিনেমাটির চারটি স্থানে সংশোধন দিয়েছে সেন্সর বোর্ড। সিনেমাটির যেসব জায়গায় ব্ল্যাক ম্যাজিকের প্রসঙ্গ রয়েছে, সেখানে ভয়েসওভার দিয়ে উল্লেখ করতে হবে— ‘সিনেমাটি কালো জাদুকে সমর্থন করে না’।
তা ছাড়াও যেসব স্থানে গালিগালাজ ব্যবহার করা হয়েছে সেসবও পরিবর্তন করার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। এছাড়া রক্ত দেখানোর দৃশ্য ২৫ শতাংশ কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। সংশোধনের পর সিনেমাটির দৈর্ঘ্য ১ ঘণ্টা ৩২ মিনিটে দাঁড়িয়েছে।
‘শয়তান’ মুক্তির আগ মুহূর্তে জটিলতায় পড়লেও সিনেমাটির বেশ ভালো অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। স্যাকনিল্কের তথ্য অনুসারে, প্রথম দিনে মোট ২৮ হাজার টিকিট বিক্রি হয়েছে; যা থেকে আয় হয়েছে ৬৬ লাখ রুপি।
দেবগন ফিল্মস, জিও স্টুডিও এবং প্যানোরমা স্টুডিওর ব্যানারে নির্মিত হয়েছে ‘শয়তান’ সিনেমা।