সৌদি আরবের প্রথম পুরুষ রোবট অ্যান্ড্রয়েড মুহাম্মদ এক নারী সাংবাদিককে হয়রানি করেছে বলে অভিযোগ উঠেছে। একটি ভিডিওতে বিষয়টি দেখানোর পরে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এনডিটিভি অনলাইন জানিয়েছে, ঘটনাটি ঘটেছিল একটি লাইভ অনুষ্ঠান চলার সময়। সেখানে রোবটটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।
আট সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা গেছে, রোবটটি টিভি সাংবাদিক রাউইয়া আল-কাসিমির পাশে দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে রোবটটি প্রতিবেদকের পিঠের দিকে হাত বাড়ায় এবং তাকে স্পর্শ করতে যাচ্ছিল। মিসেস আল-কাসিমি দ্রুত তার হাত উঠিয়ে রোবটটিকে প্রতিরোধের চেষ্টা করেন।
কেউ কেউ যুক্তি দিয়েছেন, রোবটটিকে প্রোগ্রাম করা হয়েছিল হাতের নড়াচড়ার ব্যাপারে। দুর্ঘটনাবশতঃ সে টিভি সাংবাদিককে স্পর্শ করতে যাচ্ছিল।
অন্যরা দাবি করেছেন, রোবটটির কর্মকাণ্ড হয়রানিমূলক ছিল। অনেক পর্যবেক্ষক হয়রানির দাবিকে সমর্থনকারী প্রমাণ হিসাবে প্রতিবেদকের মুখের অস্বস্তিকর অভিব্যক্তির দিকে ইঙ্গিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- একজন ব্যবহারকারী লিখেছেন, ‘কে এই রোবট প্রোগ্রাম করেছে?’
অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘উপস্থাপককে প্রায় ধরেই ফেলেছিল। বিশ্রী!’