খেলাধুলা

ফেসবুকে মুশফিকের পোস্ট, ‘বিপিএলের পর ফিরে এসেছি’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সফল মিশনের পর মাঠে ফিরেছেন মুশফিকুর রহিম। ফিরে ফেসবুকে ঘোষণা দিলেন, ‘আলহামদুল্লিাহ বিপিএলের পর মাঠে ফিরে ভালো লাগছে।’

জানা গেছে, মুশফিক আজ সিলেটে অনুশীলন করেছেন। টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে নেই তিনি। ওয়ানডে সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু হয়েছে তার। তার সঙ্গে ছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বিপিএলে প্রথমবার শিরোপা পেয়েছেন মুশফিক। নয় বছরের অপেক্ষা ফুরিয়েছে তার। ফরচুন বরিশালের হয়ে এবার বিপিএল খেলেছিলেন তিনি। দলকে শিরোপা জেতাতে রেখেছিলেন অবদান। ১৫ ম্যাচে ৩৮০ রান করেছেন ১২০.৬৩ স্ট্রাইক রেটে। রান সংখ্যায় পাঁচে ছিল তার অবস্থান।

শুধু মুশফিক নন, মাহমুদউল্লাহ রিয়াদও প্রথম বিপিএল শিরোপার স্বাদ পেয়েছেন। প্রথমবার শিরোপা জেতায় তাদের উৎসর্গ করেছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, ‘অবশ্যই যেকোনো শিরোপা জেতা দারুণ ব্যাপার। তবে এবার একটু ভিন্ন কারণ ছিল। কারণ, আমাদের দলে এমন কয়েকজন ছিল তরুণদের মধ্যে মিরাজ, সৌম্য বা অভিজ্ঞদের মধ্যে রিয়াদ ভাই, মুশফিক—ওরা লম্বা সময় ধরে দেশকে প্রতিনিধিত্ব করছে। কিন্তু ওরা এই (বিপিএল) ট্রফিটা কখনো পায়নি। তাই আমার নিজেরই একটা ইচ্ছে ছিল আল্লাহ যদি আমাদের দেয়, তাহলে আমি তাদের উৎসর্গ করব।’