মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় জিকে প্লাস্টিক ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাত পৌনে ৯টার দিকে মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ সীমান্তবর্তী এলাকায় খোদা হাফেজ মোড় সড়ক সংলগ্ন জিকে প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন লাগে। এসময় ফ্যাক্টরিতে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়। বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে আগুনে দগ্ধরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত পৌনে ৯টার দিকে মুন্সীগঞ্জের শেষ সীমানা চর মুক্তারপুরের খোদা হাফেজ মুন্সীগঞ্জ সড়কে একতলা টিন সেডের জিকে প্লাস্টিক ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ড ঘটেছে। এই ঘটনায় চারজন আহত হয়। এদের মধ্যে আহত তিনজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিউটে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- ইকবাল(৩৫), মতিউর রহমান (৩৩), রাকিব (২৬) অপরজন অজ্ঞাত।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা তিনজনের অবস্থা আশংকাজনক৷ তাদের চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণ শেষে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনার পরপরই মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আশপাশের কোন আবাসন না থাকায় আগুন বেশিদূর ছড়াতে পারেনি।