জ্যোতির্বিজ্ঞানীরা মহাশূন্যে একটি গ্রহ পর্যবেক্ষণ করেছেন যার পুরোটাই সমুদ্র। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে পাওয়া ছিবি বিশ্লেষণ করে গবেষকরা এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহটি পৃথিবী থেকে ৭০ আলোকবর্ষ দূরে অবস্থিত। প্রাপ্ত ছবি দেখে ধারণা করা হচ্ছে, গ্রহটির বায়ুমণ্ডলে জলীয় বাষ্প, মিথেন এবং কার্বন ডাই অক্সাইডের মিশ্রণ রয়েছে। গ্রহটির আয়তন পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, এই রাসায়নিক মিশ্রণটি একটি পানির জগতের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে সমুদ্র গ্রহটির পুরো পৃষ্ঠকে বিস্তৃত করবে এবং একটি হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল থাকবে।
বিশ্লেষণের নেতৃত্বদানকারী অধ্যাপক নিক্কু মধুসূধন বলেছেন, ‘সমুদ্রের তাপমাত্রা ১০০ ডিগ্রি (সেলসিয়াস) বা তার বেশি হতে পারে। উচ্চ বায়ুমণ্ডলীয় চাপে এই উত্তপ্ত মহাসাগর তরল হয়ে থাকতে পারে। কিন্তু এটি বাসযোগ্য হবে কিনা তা পরিষ্কার নয়।’
গবেষকদের ধারণা, টিওআই-২৭০ ডি নাম দেওয়া গ্রহটির পরিস্থিতি পৃথিবীর অবস্থা থেকে একেবারেই আলাদা হবে। গ্রহটির একপাশ স্থায়ীভাবে তারার মুখোমুখি এবং অন্যটি চিরন্তন অন্ধকারে নিমজ্জিত। এই পরিস্থিতি চরম তাপমাত্রার বৈপরীত্য তৈরি করে।
মধুসূধন বলেন, ‘দিনে গ্রহটির সম্মুখভাবে সমুদ্র অত্যন্ত উত্তপ্ত হবে। রাতের দিকটি সম্ভাব্যভাবে বাসযোগ্য হতে পারে।’