আলামিন হোসাইনকে সভাপতি ও আফরোজা ইসলামকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় খেলাঘরের শাখা সংগঠন হিমালয় খেলাঘর আসরের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) নারায়ণগঞ্জ মহানগরীর সানারপাড় বটতলায় আইডিয়াল ক্যাডেট স্কুল প্রাঙ্গণে হিমালয় খেলাঘর আসরের প্রথম সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি শরীফুল্লা আস শাসম ও সাইফুল ইসলাম নাদিম, সাংগঠনিক সম্পাদক রেহানা আক্তার, অর্থ ও দপ্তর সম্পাদক মাহফুজা নাসরীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রিয়া মন্ডল, ক্রীড়া ও শরীরচর্চা সম্পাদক আবিয়ান ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শামীমা আক্তার, চারু ও কারুকলা সম্পাদক জুবায়ের, কার্যকরী সদস্য মনির আহমেদ খান, আবদুল্লা আল মামুন, আরিফুল ইসলাম প্রমুখ।
হিমালয় খেলাঘর আসরের সভাপতি আলামিন হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির বর্তমান সভাপতি জহিরুল ইসলাম জহির।