ক্যাম্পাস

কুবির পাহাড়ে আগুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় মসজিদ ও খেলার মাঠ এবং স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, বিড়ি বা সিগারেটের উচ্ছিষ্ট অংশ থেকে লাগতে পারে।

শনিবার (৯ মার্চ) দুপুর ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী এবং প্রক্টর অফিস সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন পাহাড়ে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে তীব্র বাতাসের কারণে আশেপাশের পাহাড়েও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সহকারী প্রক্টর অমিত দত্ত ফায়ার সার্ভিসকে জানান।

ঘটনায় উপস্থিত লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী রাশিদুল ইসলাম শুভ বলেন, 'আমরা আগুন দেখে প্রথমে হল থেকে অগ্নিনির্বাপক যন্ত্র এনে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন মুহূর্তেই সবগুলো পাহাড়ে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।'

এই বিষয়ে সহকারী প্রক্টর অমিত দত্ত বলেন, 'আগুন লাগার খবর পেয়ে আমরা প্রক্টরিয়াল বডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। সিকিউরিটি গার্ডদের সহায়তায় আমরা প্রথমদিকের আগুন নেভাতে সমর্থ হয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস আসে। আর আগুনের উৎপত্তির সঠিক কারণ জানতে আমরা তদন্ত করছি।'

কুমিল্লা সদর দক্ষিণ থানার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ বলেন, 'শুষ্ক মৌসুমে সামান্য স্পার্ক পেলেই আগুন লেগে যায়। এক্ষেত্রে সিকিউরিটি গার্ডদের সতর্ক থাকতে হবে। আর এখানে কোন পানির সরবরাহ ছিলো না। থাকলে আরেকটু সুবিধা হতো আমাদের জন্য।'