কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনাকে নগর কন্যা নির্বাচিত হওয়ায় নগর ভবনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
রোববার (১০ মার্চ) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর রামঘাটস্থল মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নির্বাচিত নতুন মেয়রকে ফুলে ফুলে সিক্ত করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দীন বাহার। মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকউল্ল্যাহ খোকনসহ মহানগর আওয়ামীলীগের অঙ্গসংগঠন।
এর আগে কুমিল্লার বিভিন্ন উপজেলা ও মহানগরের আওয়ামী লীগ, সিটি কপোরেশন ২৭টি ওয়ার্ডের নেতাকর্মীরা নতুন মেয়র তাহসিন বাহার সূচনাকে ফুলেল শুভেচ্ছা জানাতে দুপুর থেকে মহানগর আওয়ামীলীগের হাজার হাজার নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে একে একে উপস্থিত হন।
গত শনিবার (৯ মার্চ) কুসিক উপ-নির্বাচনে নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল হকের (সাক্কু) চেয়ে ২১ হাজার ৯৯৩ ভোট বেশি পেয়ে সিটি কর্পোরেশনের তৃতীয় মেয়র হিসেবে জয় লাভ করেন ডা. তাহসিন বাহার সূচনা।
তিনি বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক (সাক্কু) পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।
উল্লেখ্য, সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের কন্যা ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা সিটির মেয়র নির্বাচিত হওয়ায় কুমিল্লা মহানগর আওয়ামীলীগসহ নগরবাসীর মনে খুশির জোয়ার বইছে।