জাতীয়

চকবাজারে জুতার কারখানায় অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে দুপুর পৌনে ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১১ মার্চ) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক রাইজিংবিডিকে বলেন, দুপুর ১টার দিকে চকবাজার সোয়ারিঘাট এলাকায় কামালবাগে জুতার কারখানায় আগুন লাগে। এ সময় ভেতরে শ্রমিকরা কাজ করছিলেন। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।