হোম অব ক্রিকেটে চলছিল প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের লড়াই। পারটেক্স স্পোর্টিংয়ের বিপক্ষে দাপট দেখিয়ে লড়ছিলেন আকাশি নীল জার্সিধারীরা। আবাহনী যখন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিডিসিএল) শুভ সূচনার পথে, তখন মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রস্তুতি নিচ্ছিল জার্সি উন্মোচনের।
শের-ই-বাংলায় ম্যাচ চলায় ঐতিহ্যবাহী সাদাকালো ক্লাবটি ইনডোরের আউটারকে বেছে নেয় জার্সি উন্মোচনের জন্য। ক্রিকেটার থেকে শুরু করে কোচ-কর্তারা হাজির সাদামাটা এই অনুষ্ঠানে। দুপুর নাগাদ দলীয় ফটোশেসনের মাধ্যমে জার্সি উন্মোচন করে ঐতিহ্যবাহী ক্লাবটি।
অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে গড়া হয়েছে এবারের দল। নেতৃত্বে আছেন ইমরুল কায়েস। জাতীয় দলের ব্যস্ততায় মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ উপস্থিত ছিলেন না। তবে না থেকেও ছিলেন যেন এই দুই তারকা, পাঠিয়ে দিয়েছেন ভিডিও বার্তা। দুজনের চোখে-মুখে রঙিন স্বপ্ন, দলকে এনে দিতে চান ট্রফি।
‘আমি আশা করি আমাদের ছোটো লক্ষ্য গুলো যদি পূরণ করতে পারি তাহলে আমাদের যেই মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হতে চাই সেজন্যই দলটা গড়া হয়েছে। তার আগে আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা আমাদের ছোটো লক্ষ্যগুলো পূরণ করতে পারি। তাহলে ইনশাল্লাহ বড় লক্ষ্যগুলোর পূরণ হবে’-বলেছেন মাহমুদউল্লাহ।
যেন একই সুরে তাল মিলিয়েছেন মিরাজও, ‘আমি মনে করি আমাদের যে সামর্থ্য আছে সেই অনুযায়ী যদি আমরা খেলতে পারি অবশ্যই ইনশাআল্লাহ শিরোপা জিতবো। সবচেয়ে বড় কথা আমাদের দলের ব্যালেন্স ভালো।’
ইমরুল কিংবা কোচ মিজানুর রহমান বাবুলেরও একই মন্তব্য। ছেলেরা যদি সেরা খেলতে পারে তাহলে ট্রফিটা আসবে সাদাকালো শিবিরে। ২০০৯-১০ মৌসুমে সবশেষ ট্রফির ছোঁয়া পেয়েছিল মোহামেডান, এবার মাহমুদুল্লাহ-ইমরুলরাও স্বপ্ন দেখেছেন নতুন করে।
এই দলে যেমন ইমরুল-আরিফুল হকের মতো ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ আছেন তেমনি আছেন নাসুম আহমেদ-নাঈম হাসান কিংবা মাহিদুল ইসলাম-শহিদুল ইসলা-আরিফুল ইসলামের মতো তরুণ ক্রিকেটার। ব্যাটিং-বোলিং সব বিভাগে দারুণ সব ক্রিকেটার আছেন, এখন শুধু মাঠে প্রমাণের পালা। শ্রীলঙ্কা সিরিজ শেষে মাহমুদউল্লাহরা যোগ দিলে আরও শক্তিশালী হবে দলটি।
স্কোয়াড নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘এবারের দল নিয়ে আমি খুবই আশাবাদী। আমাদের দলটা অনেক ভালো হয়েছে। যদি ব্যাটিংয়ের দিক দিয়ে ধরি টপ অর্ডার মিডল অর্ডারে আমাদের ভালো মানের ব্যাটসম্যান রয়েছে। ভালো মানের স্পিনারও রয়েছে।’
মোহামেডান স্কোয়াড: মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিক হাসান, মেহেদি হাসান মিরাজ, রনি তালুকদার, আরিফুল ইসলাম, ইমরুল কায়েস, রুবেল মিয়া, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, কামরুল রাব্বি, শহীদুল ইসলাম, নাসুম আহমেদ, আবু হায়দার রনি, মোস্তাকিম হোসেন হাসিব, প্রান্তিক নওরোজ নাবিল ও নাঈম হাসান।