সারা বাংলা

রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময়

পবিত্র মাহে রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

সোমবার (১১ মার্চ) দুপুরে দামপাড়ার পুলিশ লাইনের মাল্টিপারপাস শেডে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।

উক্ত সভায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খাদ্যদ্রব্যসহ ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে রাখার আশু করণীয়, মার্কেটে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, বখাটেপনা রোধ, বিভিন্ন মার্কেট ও শপিং মলে সিসিটিভির ব্যবস্থা করা, অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ মার্কেট ও বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা, ক্রেতা সাধারণের নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিরসন সংক্রান্ত করণীয়, পার্কিং ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারিশসহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চট্টগ্রামের চেম্বার নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, আমদানীকারক, পাইকারি ব্যবসায়ীবৃন্দ, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় চট্টগ্রাম মহানগরস্থ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি সহায়তা কামনা করে বক্তব্য দেন। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার ব্যবসায়ী নেতৃবৃন্দের সুপারিশ ও প্রস্তাবনা শোনেন এবং সব ধরনের পুলিশি সহায়তা দেওয়া হবে বলে জানান।

তিনি বলেন, রমজানে সব ক’টি বড় মার্কেটে পুলিশি পাহারা থাকবে এবং মহিলা ছিনতাইকারীর তৎপরতা প্রতিরোধে মহিলা পুলিশ মোতায়েন থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ী নেতৃবৃন্দকে প্রতিটি মার্কেটে সিসি ক্যামেরা স্থাপন ও প্রতিটি মার্কেট কর্তৃপক্ষকে স্ব স্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

যান চলাচল স্বাভাবিক রাখতে রমজান মাসে বড় দোকানের সামনে কোনো প্রকার ভাসমান দোকান না রাখার জন্য এবং দোকানের মুখ পরিষ্কার রাখার জন্য সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।