পুরো রমজান মাসে ৫০ হাজার মুসল্লিকে ইফতার করাবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
সোমবার (১১ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।
মাহে রমজানে দ্রব্যমূল্য কমান, অসহায় মানুষদের পাশে দাঁড়ান; নৈতিক, সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় রমজান হোক প্রেরণা, এ আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনৈতিক দলের কাজ সরকার এবং রাষ্ট্রকে তার দায়িত্ব ও ব্যর্থতা সম্পর্কে সতর্ক করার পাশাপাশি মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করা। সকল নাগরিকের দুর্দশা লাঘবে রাজনৈতিক দল নিজে কোনো পদক্ষেপ নিতে পারে না, এটা সরকারের দায়িত্ব। কিন্তু, ডামি সরকারের চরম গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে রাজনৈতিক দলগুলোকে নিজেদের সামর্থ অনুযায়ী বিপন্ন জনগণের পাশে দাঁড়াতে হয়। এবি পার্টি এ কারণেই রমজান মাসে প্রতিদিন সমস্যাগ্রস্ত ১ হাজার ৫০০ মানুষের জন্য নিরাপদ পুষ্টিকর খাবারের আয়োজন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, গত বছর কিছুটা অপরিকল্পিত ও পরীক্ষামূলকভাবে আমরা এরকম সমস্যাগ্রস্ত মানুষদের জন্য পবিত্র রমজানকে উপলক্ষ করে ইফতারের সময় ‘গণইফতার’ আকারে এক বেলা পর্যাপ্ত পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা করেছিলাম। গত বছরের মতো এবারও আমরা সাহস করে সে কর্মসূচি হাতে নিয়েছি। পুষ্টিকর নিরাপদ খাবার দেওয়ার আইডিয়াকে আমরা মডেল আকারে ছড়িয়ে দিতে চাই। ইতোমধ্যে অনেকে আমাদের পরামর্শ অনুযায়ী নিজ নিজ এলাকায় সীমিত ও বৃহৎ আকারে এ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছেন। সেসব উদ্যাক্তাকে আন্তরিক অভিনন্দন।
গণইফতার কর্মসূচির আহ্বায়ক ও দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, প্রতিদিন এক-দেড় হাজার সমস্যাগ্রস্ত মানুষকে একসাথে বসিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার করানোর যে কর্মসূচি গত বছর হাতে নিয়েছিলাম, তা এবার আরও সুন্দরভাবে করার পদক্ষেপ নিয়েছি আমরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, আহমাদ বারকাজ নাসির, কেন্দ্রীয় কমিটির সদস্য আমেনা বেগম, ফেরদৌসী আক্তার অপি, সুমাইয়া শারমিন ফারহানা, মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, যাত্রাবাড়ী থানার সমন্বয়ক সিএম আরিফসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।