চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় জীবন হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার হারদি-ওসমানপুর সড়কের কানাপুকুর মাঠ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মারা যাওয়া জীবন কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের রাজনগর গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোটরসাইকেল নিয়ে হারদি বাজারে ঘুরতে যান জীবন। সেখান থেকে ফেরার ফলে কানাপুকুর মাঠের কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছকে ধাক্কা দেন তিনি। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জীবনকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা ওসমানপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কায়েস মাহমুদ জানান, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রাখা আছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকলে, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।