পটুয়াখালীর কলাপাড়ায় হতদরিদ্র ও অসহায় দুই শতাধিক মানুষের মাঝে ১ টাকায় ইফতার বিতরণ করেছে আমরা কলাপাড়াবাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার (১২ মার্চ) রমজানের প্রথম দিন সন্ধ্যায় পৌর শহরের মনোহরী পট্টিতে এ ইফতার বিতরণ করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে এই ব্যতিক্রমী উদ্যোগের আয়োজন করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। ইফতার হিসেবে জনপ্রতি দেওয়া হয়েছে মুড়ি, ছোলা বুট, পিঁয়াজু, বেগুনি, জিলাপি ও খেজুর। সাথে দেওয়া হচ্ছে এক বোতল পানি। ১ টাকায় বাহারী ইফতার পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলো হতদরিদ্র মানুষ।
আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বলেন, সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এ ইফতার বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য, দরিদ্র মানুষ দিনভর রোজা শেষে হাসিমুখে ইফতার করুক। গত বছরও আমরা এভাবে ইফতার বিতরণ করেছি। এবছরও পুরো মাস জুড়ে আমরা ইফতার বিতরণ করতে চাই। তবে সমাজের বিত্তবানরা আমাদের পাশে দাঁড়ালে স্বাচ্ছন্দ্যে এ কাজটি করতে পারতাম।