আগামী মাসে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে নিউ জিল্যান্ড ক্রিকেট দল। এই সফরের সূচি আজ বুধবার (১৩ মার্চ) প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সূচি অনুযায়ী ১৪ এপ্রিল পাকিস্তান পৌঁছাবে নিউ জিল্যান্ড ক্রিকেট দল। ১৬ ও ১৭ এপ্রিল করবে অনুশীলন।
১৮ এপ্রিল রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে ২০ ও ২১ এপ্রিল হবে আরও দুই ম্যাচ। এরপর ২৫ ও ২৭ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।
গেল ১৭ মাসের মধ্যে এটা হতে যাচ্ছে নিউ জিল্যান্ডের তৃতীয়বারের মতো পাকিস্তান সফর। ২০২২-২০২৩ (ডিসেম্বর-জানুয়ারি) এ দুই ম্যাচ টেস্ট ও তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল নিউ জিল্যান্ড। এরপর ২০২৩ সালের এপ্রিলে পাঁচ ম্যাচ ওয়ানডে ও পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে যায় তারা।
টেস্ট সিরিজ ০-০ তে ড্র হয়েছিল। ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ড জিতেছিল ২-১ ব্যবধানে। এরপর পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়। ওয়ানডে সিরিজ পাকিস্তান দাপট দেখিয়ে জিতে নেয় ৪-১ ব্যবধানে।
চলতি বছরের শুরুতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি খেলতে নিউ জিল্যান্ড সফরে গিয়েছিল পাকিস্তান। হেরেছিল ৪-১ ব্যবধানে। ঘরের মাঠে তাদের এবারের সিরিজের ফল কেমন হয় দেখার বিষয়।