তিন বছর পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড।
শেষ ষোলোর প্রথম লেগে পিএসভি এইন্ডহোভেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। বুধবার দিবাগত রাতে ফিরতি লেগে ঘরের মাঠে এইন্ডহোভেনকে তারা হারিয়েছে ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় তাদের।
এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই গোল পায় বরুসিয়া। এ সময় জুলিয়ান ব্রান্টের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ে জোরালো শট নিয়ে জালে জড়ান জ্যাদন সানচো। প্রথমার্ধে এই একটি গোলই হয়।
প্রধমার্ধের শুরুর মতো দ্বিতীয়ার্ধের শেষে যোগ করা সময়ে (৯০+৫) আরও একটি গোল করে বরুসিয়া। এ সময় মার্কো রেউস গোলটি করেন। তাকে গোলে সহায়তা করেন নিকলাস ফুলক্রুগ। তাতে ২-০ ব্যবধানের জয়ে তিন বছর পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে দ্য ব্ল্যাক অ্যান্ড ইয়োলোরা।