চাঁদপুরের হাজীগঞ্জে শিশু খাদ্যে কেমিক্যাল ও বিষাক্ত কাপড়ের রং ব্যবহারের দায়ে এক ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিশুদ্ধ খাদ্য আদালত চাঁদপুরের জ্যেষ্ঠ নির্বাহী হাকিম মো. মোরশেদুল আলম ওই ব্যবসায়ীর উপস্থিতিতে এ রায় দেন।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বাজারের স্বর্ণকার পট্টির হাজী আবু তাহের স্টোরের মালিক মো. আনাছকে এ জরিমানা করা হয়।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. সামছুল ইসলাম বলেন, ব্যবসায়ী আনাছ অনুমোদনবিহীন কেমিক্যাল ও বিষাক্ত কাপড়ের রং মিশ্রিত শিশু খাদ্যসমূহ উপজেলা বাজারের বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি ও সরবরাহের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় মোট ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত।