পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় ২০ মিনিট মুষলধারে বৃষ্টি হয়। খেপুপাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, এসময় ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, বৃষ্টির পানিতে তলিয়ে গেছে উপকূলের অনেক নিচু এলাকা। সড়কে বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিতে কিছুটা ভোগান্তি হলেও উপকৃত হয়েছেন মৌসুমী সবজি চাষিরা। তবে, বৃষ্টির ধারা অব্যাহত থাকলে কিংবা শিলা বৃষ্টি হলে বড় ক্ষতির মুখে পড়তে পারেন তরমুজ চাষিরা।
টিয়াখালী ইউনিয়নের পায়রা বন্দর সংলগ্ন তরমুজ চাষি রুহুল আমিন বলেন, এই বৃষ্টিতে আমরা কৃষকরা অনেক উপকৃত হয়েছি। তবে, আরও বৃষ্টি হলে আমরা তরমুজ চাষিরা ক্ষতির মুখে পড়তে পারি।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, উপকূলের অনেক স্থানে বৃষ্টি হয়েছে। কালবৈশাখী ঝড় হবে কি না সেটা বলা যাচ্ছে না। তবে, সামনে আরও বৃষ্টি হতে পারে।