খেলাধুলা

মায়ামির জয়ে সুয়ারেজের জোড়া গোল

ইনজুরির কারণে মেজর লিগ সকারে (এমএলএস) ডি.সি. ইউনাইটেডের বিপক্ষে স্থানীয় সময় শনিবার রাতে খেলেননি লিওনেল মেসি। এদিন তাদের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে মায়ামি। এরপর লুইস সুয়ারেজকে টাটা মার্টিনো নামান দ্বিতীয়ার্ধে। তার জোড়া গোলে ভর করে ডি.সি. ইউনাইটেডের বিপক্ষে ৩-১ ব্যবধানের দারুণ জয় পেয়েছে মায়ামি। অপর গোলটি করেন লিওনার্দো কাম্পানা।

এদিন অবশ্য ১৪ মিনিটেই পিছিয়ে পড়ে টাটা মার্টিনোর শিষ্যরা। এ সময় ডি.সি. ইউনাইটেডের জারেড স্ট্রউড গোল করে এগিয়ে নেন দলকে। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ২৪ মিনিটের মাথায় মায়ামির কাম্পানা গোল করে সমতা ফেরান। এই সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ৬২ মিনিটে রবার্ট টেইলরকে উঠিয়ে সুয়ারেজকে মাঠে নামান মার্টিনো। ৭২ মিনিটের মাথায় উরুগুইয়ান এই তারকা গোল করে এগিয়ে নেন দলকে। এ সময় কাম্পানার বাড়িয়ে দেওয়া ক্রসে হেড নিয়ে জালে জড়ান তিনি।

৮৫ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন সাবেক বার্সা তারকা। এ সময় বাম পায়ের জোরালো শটে নিশানা ভেদ করেন তিনি। তাতে মায়ামি এগিয়ে যায় ৩-১ গোলে। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।