বিজ্ঞান-প্রযুক্তি

গুগল ম্যাপসে লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে

গুগল ম্যাপসের মাধ্যমে আপনি চাইলে অন্যের সঙ্গে নিজের লাইভ লোকেশন অন্যের সঙ্গে শেয়ার করতে পারবেন। সুরক্ষার জন্য হোক অথবা কারও সঙ্গে দেখা করার জন্য সব ক্ষেত্রেই কাজে আসতে পারে এই লাইভ লোকেশন ফিচার।

জেনে নিন কীভাবে গুগল ম্যাপসে শেয়ার করবেন লাইভ লোকেশন-

প্রথমে গুগল ম্যাপস খুলুন। সেখানে উপরে প্রোফাইল ছবি বা নামের ছবিতে ক্লিক করুন।

এবার ‘শেয়ার লোকেশন’ অপশনে ট্যাপ করুন।

লোকেশন শেয়ার করার জন্য দুটি অপশন থাকবে-১ ঘণ্টার জন্য অথবা যতক্ষণ না বন্ধ করছেন।

তারপর যাকে পাঠাতে চান তার ফোন নম্বর, নাম বা ইমেইল টাইপ করুন।

এবার সিলেক্ট করে তাকে পাঠিয়ে দিন লাইভ লোকেশন।

এই লোকেশন শেয়ারিং যখন খুশি বন্ধও করতে পারবেন।

লোকেশন শেয়ারিংয়ের সময় কাস্টমাইজও করা যাবে।

টাইমের পাশে ‘+’ চিহ্নতে ক্লিক করে সময় বাড়াতে পারেন।

গুগল ম্যাপস থেকে লাইভ লোকেশন একাধিক প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠাতে পারবেন। যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম, ইনস্টাগ্রামেও শেয়ার করা যবে। জিমেইল এবং মেসেজেও শেয়ার করতে পারবেন লোকেশন। এছাড়াও কন্ট্যাক্ট লিস্টের থাকা ব্যক্তিদেরও পাঠাতে পারবেন লাইভ লোকেশন। গুগলের এই ফিচার জরুরি সময়ে অনেক কাজে আসতে পারে। 

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ