সারা বাংলা

সাড়ে ৪ ঘণ্টা পর ব‌গি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে লাইনচ্যুত হওয়া পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধার ক‌রে‌ছে রেলও‌য়ে কর্তৃপক্ষ।

সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত ২টার দি‌কে পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ক্ষ‌তিগ্রস্ত ব‌গি রেল প্রক‌ল্পের ক্রেনের সহায়তায় উদ্ধার করা হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশন মাস্টার খায়রুল ইসলাম ব‌লেন, ট্রেন‌টি দুর্ঘটনার পর প্রথ‌মে ব‌গিগু‌লো স‌রি‌য়ে নেওয়া হয়। এরপর ক্ষ‌তিগ্রস্ত ব‌গি ক্রেন দি‌য়ে লাইনে তোলা হয়। প‌রে রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে বি‌ভিন্ন স্টেশ‌নে আট‌কেপড়া ট্রেনগু‌লো চলাচল শুরু হ‌বে।

এর আগে সোমবার (১৮ মার্চ) রাত ৮টা ৪৫ মিনিটের দি‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে এই দুর্ঘটনা ঘ‌টে। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর আশরাফ ব‌লেন, পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন‌টি যাত্রা বিরতি শে‌ষে ঢাকার দি‌কে যাওয়ার সময় এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ‌্যুত হয়। 

পড়ুন: টাঙ্গাইলে ট্রেন লাইনচ‌্যুত, রেল চলাচল বন্ধ