অর্থনীতি

বিপণন কর্মকর্তাদের নিয়ে হামদর্দের জুম মিটিং

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারা দেশের সিনিয়র জোনাল ম্যানেজারদের নিয়ে জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে। 

রাজধানীর বাংলামটরে হামদর্দ বাংলাদেশের প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়ালি ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। 

সভাপতিত্ব করেন পরিচালক বিপণন মোহাম্মদ শরিফুল ইসলাম। 

জুম মিটিংয়ে ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, মানুষের ব্যথার সঙ্গী হয়ে মানবসেবার কাজ নিরলসভাবে করে যেতে হবে। সারা দেশে ৩০০টি স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে আমরা যে ফ্রি ব্যবস্থাপত্র দিচ্ছি, সেই সেবার তথ্য সবার দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে। শুধু স্বাস্থ্যসেবা নয়, শিক্ষাসেবার জন্য হামদর্দ বাংলাদেশ সারা দেশে অসংখ্য স্কুল, কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষিত ও সৎ নাগরিক তৈরির প্রচেষ্টা চালাচ্ছে।

এ সময় বিপণন কর্মীদের আরও উদ্যমী হয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য ও শিক্ষাসেবা নিশ্চিত করতে উদাত্ত আহ্বান জানান হামদর্দ ব্যবস্থাপনা পরিচালক। জুম মিটিংয়ে চলতি সময়ের বিপণন কার্যক্রম পর্যালোচনা করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।