সারা বাংলা

তরমুজের ৩ আড়তদারকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত দামে তরমুজ বিক্রির অপরাধে তিন আড়তদারকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় জেলা শহরের উদয়ন মোড়ে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন।

জানা গেছে, উৎপাদন খরচের চেয়ে অতিরিক্ত দামে তরমুজ বিক্রির অপরাধে ব্যবসায়ী সামছুল আলমকে ২০ হাজার, মুন্না আলীকে ১৫ হাজার ও ফয়সাল উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলোন, বাজারে অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করা হচ্ছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে ৩ তরমুজের আড়তদারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।