চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি যাত্রীবাহী বাসের ধাক্কায় মানিক মিয়া (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার পূর্ব কালচোঁ ভূঁইয়া বাড়ি সেলিমের দোকান সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মানিক মিয়া সুনামগঞ্জ জেলার ধীরাই থানার নোগাল গ্রামের মৃত সমর আলীর ছেলে। তিনি স্থানীয় হান্নান মিয়ার ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, রাস্তা পারাপারের সময়ে হাজীগঞ্জ থেকে ঢাকাগামী বিআরটিসি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান মানিক মিয়া। পরবর্তী আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে বিআরটিসির বাসটি আটক করা হয়েছে। তবে, চালক পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।