খেলাধুলা

মাহমুদউল্লাহর ব্যর্থতার দিনে অঙ্কন-নাবিলে মোহামেডানের হাসি 

জাতীয় দল থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিডিসিএল) প্রত্যাবর্তনটা ভালো হলো না মাহমুদউল্লাহ রিয়াদের। তার ব্যর্থতার দিনে মাহিদুল ইসলাম অঙ্কন-প্রান্তিক নওরোজ নাবিলের ফিফটিতে জয়ের হাসিতে মাঠ ছাড়লো মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

বিকেএসপিতে বৃহস্পতিবার (২১ মার্চ) টস হেরে ব্যাটিং করতে নেমে ১৮৭ রানে অলআউট হয় পারটেক্স স্পোর্টিং ক্লাব। তাড়া করতে নেমে ৪২.২ ওভারে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় সাদাকালো ক্লাবটি। অঙ্কন ৭০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার। 

শুরুতেই সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। থিতু হয়েও হাল ধরতে পারেননি রনি তালুকদার (১৬)। এরপর নাবিল-অঙ্কন ১০৮ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। নাবিল ৬০ রানে ফিরলেও অঙ্কন অপরাজিত থেকে মাঠ ছাড়েন। 

নাবিলের আউটের পর ক্রিজে আসেন মাহমুদউল্লাহ। ৩ বলে ২ রানে ফেরেন তিনি। একে একে ক্রিজে এসে ফেরেন আরিফুল ইসলাম (৩) ও আরিফুল হক (১৪)। তবে অঙ্কন থাকায় কোনো সমস্যা হয়নি। শেষে তার সঙ্গী হন আবু হায়দার রনি। তিনি ৪ রানে অপরাজিত ছিলেন। পারটেক্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আজমীর আহমেদ। 

এর আগে ইনিংসের প্রথম ওভারে উইকেট হারিয়ে শুরু হয় পারটেক্সের যাত্রা। ওপেনার আজমীরের সঙ্গী হন অধিনায়ক মিজানুর রহমান। আজমীর ২৪ রানে ফিরলে ভাঙে জুটি। তবে মিজানুর থামেন ৫১ রানে। এ ছাড়া তানভীর হায়দার ৪১ ও জাহিদুজ্জামান খান ১৮ রান করেন। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আবু হায়দার রনি।