অর্থনীতি

সমতা লেদারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ

পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্সে লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৪ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মিজানুর রহমান। তিনি কোম্পানির সাবেক চেয়ারম্যান মনসুর আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

প্রসঙ্গত, সমতা লেদার কমপ্লেক্সে ১৯৯৮ সালে পুঁজিবাজারে তারিকাভুক্ত হয়। কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০ কোটি ৩২ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩ লাখ ২০ হাজার। এর মধ্যে ৩৩.৮৭ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫.৩৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬০.৭৭ শতাংশ শেয়ার রয়েছে।