খেলাধুলা

রাফিনহার গোলে জিতলো বার্সা

স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে জয় পেয়েছে বার্সেলোনা। রাফিনহার একমাত্র গোলে দশজনের লাস পালমাসকে হারিয়েছে ১-০ ব্যবধানে। এই জয়ে রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান কমেছে বার্সার। ৩০ ম্যাচ থেকে দ্বিতীয় স্থানে থাকা কাতালানদের সংগ্রহ ৬৭ পয়েন্ট। ২৯ ম্যাচ থেকে ৭২ পয়েন্ট নিয়ে রিয়াল আছে শীর্ষে।

এদিন ম্যাচের ২৪ মিনিটেই দশজনের দলে পরিণত হয় পালমাস। এ সময় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলভারো ভালেস। বাকি সময় দশজন নিয়েই খেলে তারা। যদিও সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধে গোলের দেখা পায়নি জাভির শিষ্যরা।

বিরতির পর ৫৯ মিনিটে এগিয়ে যায় বার্সা। এ সময় জোয়াও ফেলিক্সের বাড়িয়ে দেওয়া বলে হেড নিয়ে জালে জড়ান রাফিনহা। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি লাস পালমাস। পাশাপাশি বার্সেলোনাও পায়নি আর কোনো গোলের দেখা।

৩০ ম্যাচ থেকে পালমাসের সংগ্রহ ৩৭ পয়েন্ট। তারা আছে টেবিলের দ্বাদশ স্থানে।