রাজধানীর যাত্রাবাড়ী থানায় পুলিশের দায়ের করা নাশকতার মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
রোববার (৩১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ইশরাক। এদিন তার স্থায়ী জামিন আবেদন করেন অ্যাডভোকেট মহিউদ্দীন আহমেদ চৌধুরী। শুনানি শেষে আদালত তার স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেন।
মহিউদ্দীন চৌধুরী বলেন, ইশরাক হোসেন এ মামলায় প্রথমে উচ্চ আদালত থেকে জামিন পান। পরে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে অন্তবর্তীকালীন জামিন পান। আজ তার স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় বিএনপির সমাবেশের পরের দিন যাত্রাবাড়ী থানায় পুলিশ বাদী হয়ে বিষ্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে। সেই মামলায় ১ নম্বর আসামি করা হয় ইশরাক হোসেনকে।
মামলার এজাহারে বলা হয়, পুলিশের রেইড চলাকালে আসামিরা বেআইনিভাবে জমায়েত হয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের কাজে বাধা ও হত্যার উদ্দেশ্যে পুলিশকে মারধর করে জখম করেছেন।