পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একজন উদ্যোক্তা শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন।
রোববার (৩১ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একজন উদ্যোক্তা সৈয়দা হক শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। তার হাতে সংশ্লিষ্ট কোম্পানির ২৪ লাখ ৪৭ হাজার ১৮২টি শেয়ার রয়েছে। তিনি সবগুলো শেয়ারই বিক্রি করার ঘোষণা দিয়েছেন।
আগামী ৩০ এপ্রিলের মধ্যে ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটে বর্তমান বাজার মূল্যে তিনি উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।
পুঁজিবাজারে ২০১৮ সালে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তালিকাভুক্ত হয়। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৬ কোটি ২০ লাখ টাকা। সে হিসাবে মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৬২ লাখ ৫ হাজার ১৭৮ টাকা। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৭.২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১০.৩৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.২১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫২.১৩ শতাংশ শেয়ার রয়েছে।