দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ইফতার পণ্য কিনতে হিমসিম খেতে হচ্ছে নিম্নবিত্ত মানুষের। তাদের কথা চিন্তা করে রমজানের শুরু থেকে ভর্তুকি দিয়ে ইফতার সামগ্রী বিক্রি করার উদ্যোগ নেয় লালমনিরহাটের আদিতমারী উপজেলার চন্দনপাট বেলতলী গণগ্রন্থাগার। আর এ উদ্যোগ বাস্তবতায়নে এগিয়ে আসেন ডা. ইদ্রিস আলী। যার অর্থদানে ওই এলাকার তিন শতাধিক রোজাদার পরিবার প্রতিদিন ২০ শতাংশ ছাড়ে ইফতার সামগ্রীতে কিনতে পারছেন।
বেলতলী গণগ্রন্থাগার কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, রমজানের শুরু থেকে স্বাভাবিক বাজার মুল্যের চেয়ে ২০ শতাংশ কমে প্রতিদিন প্রায় ৩০০ জন নিম্নবিত্ত মানুষের কাছে ইফতার সামগ্রী ছোলা, বুট, খেঁজুর, মুড়ি, পেঁয়াজ, সেমাই, ইত্যাদি পণ্য বিক্রয় করছে গণগ্রন্থাগার। রমজানের শুরু থেকে এমন ছাড়ে ইফতার সামগ্রী কেনার সুযোগ পেয়ে খুশি সাধারণ ক্রেতারা।
এক ক্রেতা জানান, বাজার মূল্যের চেয়ে ১০০ টাকা কমে পণ্য সামগ্রী কিনতে পারছেন। অপর ক্রেতা সুফিয়া বেগম বলেন, কমদামে ইফতার পাওয়ায় অর্থ বেচে গেল।