রাজশাহীতে ৯টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১ এপ্রিল) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মোহাম্মদ কামরুজ্জামান ডাবলু। রাজশাহীর পবা উপজেলার আলীমগঞ্জ গ্রামের বাসিন্দা তিনি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে কামরুজ্জামানকে আটক করা হয়। তার কাছ থেকে ৯টি স্বর্ণের বার পাওয়া গেছে। জব্দকৃত স্বর্ণের মোট ওজন প্রায় এক কেজি।
তিনি আরও বলেন, ওই ব্যক্তি স্বর্ণের বার কোথায় পেলেন, কার কাছ থেকে নিয়ে যেতেন এসব বিষয় জানার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।