খেলাধুলা

পরপর তিন ব্যাটারের গোল্ডেন ডাকে মুম্বাইয়ের বাজে রেকর্ড 

প্রথম ওভারের পঞ্চম বলে স্ট্রাইক পেয়েই আউট রোহিত শর্মা। ষষ্ঠ বলে ক্রিজে এসে ফিরলেন নামান ধীর। মাঝে এক ওভার বিরতি। তৃতীয় ওভারে আবার গোল্ডেন ডাক মারেন ডিওয়াল্ড ব্রেভিস। 

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তিনটি উইকেটই নেন রাজস্থান রয়্যালসের কিউই পেসার ট্রেন্ট বোল্ট। সোমবার ওয়াংখেড়ে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুর ধ্বস সামলাতে না পেরে মাত্র ১২৫ রানে থামে মুম্বাই। 

স্কোরবোর্ডে শুধু কম পুঁজি নয়, তিন গোল্ডেন ডাকে বাজে রেকর্ডে নাম লিখিয়েছে মুম্বাই। আইপিএলে ষষ্ঠবারের মতো কোনো দলের প্রথম চার ব্যাটারের তিনজনই শূন্য রানের রেকর্ডে নাম লেখালো। 

শুধু তাই নয় আইপিএলে দ্বিতীয় বারের মতো মাত্র ২০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়েছে মুম্বাই। এর আগে সর্বনিম্ন ৭ রানে ৪ উইকেট হারিয়েছিল তারা। 

আজ সর্বোচ্চ ৩৪ রান আসে তিলক ভার্মার ব্যাট থেকে। হার্দিক পান্ডিয়া করেন ২১ বলে ২৯ রান। এই দুজনের ব্যাটে কোনোমতে মান বাঁচায় তারা। রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন বোল্ট।