আন্তর্জাতিক

গাজায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। অবরুদ্ধ নগরীর উত্তর ও দক্ষিণ অঞ্চলে নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এমনকি গাজায় ত্রাণ সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বেসামরিক নাগরিকদের দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। চলতি সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক সাত ত্রাণকর্মীকে হত্যা করেছে দখলদার বাহিনী। 

বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত ছয় মাসে অন্তত ২২ হাজার ৩৭ জন নিহত এবং ৭৫ হাজার ৬৬৮ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে প্রতি তিন জনের এক জন শিশু। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের হামলায় ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এরা সবাই বেসামরিক নাগরিক।

চিকিৎসকদের বরাত দিয়ে মঙ্গলবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছিল, গাজার শিশুদের ইচ্ছাকৃতভাবে হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি স্নাইপাররা এসব শিশুদের বুকে ও মাথায় গুলি করছে।