জাতীয়

‘ভারতীয় পণ্য বর্জন’ ইস্যুতে যা জানালো ভারত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘শক্তিশালী ও গভীর’ করার কথা পুনর্ব্যক্ত করেছে ভারত। একইসঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘দৃঢ় ও বহুমুখী’ বলে বর্ণনা করেছে দেশটি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ‘ইন্ডিয়া আউট ক্যাম্পেইন’ সম্পর্কে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ব্রিফিংয়ে অর্থনীতি, বিনিয়োগ, উন্নয়ন, যোগাযোগ ও জনগণের মধ্যে বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত-বাংলাদেশ অংশীদারিত্বের বিস্তৃত পরিসর উল্লেখ করে ভারত-বাংলাদেশের অংশীদারিত্বের অনেক ক্ষেত্র তুলে ধরেন জয়সওয়াল। 

তিনি বলেন, ‘এক্ষেত্রে যেকোনো মানবিক প্রচেষ্টার নাম নিতে পারেন, যা ভারত-বাংলাদেশ সম্পর্কের অবিচ্ছেদ্য অংশ।’

অংশীদারিত্বের গতিশীলতার ওপর আরও জোর দিয়ে মুখপাত্র বলেন, ‘এতেই বোঝা যায় যে অংশীদারিত্ব কতটা প্রাণবন্ত এবং এটি অব্যাহত থাকবে।’

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, বাংলাদেশের ‘ভারত বর্জন’ কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রণধীর। তবে তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী এবং প্রাণবন্ত সম্পর্ক রয়েছে। বিভিন্ন সেক্টরে বিস্তৃত রয়েছে দুই দেশের ব্যাপক অংশীদারত্ব। 

রণধীর জয়সওয়াল বলেন, ‘আমি বলতে চাই, ভারত-বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। আমাদের একটি ব্যাপক অংশীদারত্ব রয়েছে যা অর্থনীতি থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, সহযোগিতা, কানেকটিভিটি এবং মানুষ থেকে মানুষে বিস্তৃত।’ 

উল্লেখ্য, গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর বিএনপির কর্মী-সমর্থকরা সামাজিক মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের কথা বলে আসছেন।

বিরোধীদের ভারতীয় পণ্য বর্জনের ডাক নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মন্তব্য করেন। তিনি এই কর্মসূচির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেতারা যদি বাসায় গিয়ে বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে ফেলেন, তাহলেই তাদের ভারতীয় পণ্য বর্জনের বিষয়টি ‘বিশ্বাসযোগ্য হবে’।

পড়ুন: বিএনপিনেতারা কেন তাদের বউয়ের ভারতীয় শাড়ি পোড়াচ্ছেন না: প্রধানমন্ত্রী

          ভারতীয় পণ্য বর্জনের উদ্দেশ্য বাজার অস্থিতিশীল করা : ড. হাছান