ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা অজিত কুমার। গত বছরের নভেম্বরে ‘বিদা ময়ূর্চি’ সিনেমার শুটিং করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, অজিতের পরবর্তী সিনেমা ‘বিদা ময়ূর্চি’। আজারবাইজানে সিনেমাটির হাই-অকটেন অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি প্রকাশ করতে চাননি নির্মাতারা। তবে শেষ রক্ষা হয়নি। গতকাল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই দুর্ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ।
একাধিক ভিডিওতে দেখা যায়, মরুভূমির বুক চিরে বয়ে গেছে পিচঢালা পথ। সে পথ ধরে এগিয়ে যাচ্ছে একটি গাড়ি। এ গাড়ির স্টিয়ারিংয়ে অজিত কুমার। তার পাশের সিটে বসা অভিনেতা আরব কিজার। চলতে চলতে গাড়িটি উল্টে যায়। কিছুক্ষণ পর দৌড়ে আসে সেটের লোকজন।
অজিতের সহ-অভিনেতা আরব কিজার ভিডিও শেয়ার করে লেখেন, ‘অবশেষে এটি প্রকাশ্যে আসলো। ঈশ্বরের কাছে চির কৃতজ্ঞ। কপাল জোরে বেঁচে গিয়েছিলাম।’
মাগিজ থিরুমেনি নির্মিত এ সিনেমার শুটিং গত বছরের সেপ্টেম্বরে শুরু হয়। তবে অক্টোবরের শুরুতে আজারবাইজানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু করেন নির্মাতারা। এরই মধ্যে আজারবাইজান অংশের শুটিং শেষ হয়েছে। চলতি মাসের শেষের দিকে ফের সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজিত কুমার। তার বিপরীতে অভিনয় করছেন তৃষা কৃষ্ণান।