গোপালগঞ্জের কাশিয়ানীতে দ্রুতগামী মাটিবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মানি মোল্যা (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ মার্চ) দিবাগত রাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তাড়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মানি মোল্যা কাশিয়ানী উপজেলার গোপালপুর গ্রামের মৃত রাজ্জাক মোল্যার ছেলে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি আবুল হাসেম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোটরসাইকেলযোগে গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর গোপালপুর ফিরছিলেন মানি মোল্যা। তাড়াইল এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি মাটিবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা আহতাবস্থায় মনি মোল্যাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।