ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। কখনো ব্যক্তিগত, কখনো পেশাগত— কোনো না কোনো বিষয় নিয়ে বছর জুড়েই আলোচনায় থাকেন। সম্প্রতি ঢাকাই সিনেমার কয়েকজন সহকর্মীকে ‘গুণবাচক’ তকমা দিয়েছেন পরীমণি।
মূলত, কয়েক দিন আগে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন পরীমণি। সেখানে এ বিষয়ে কথা বলেন এই অভিনেত্রী।
এ আলাপচারিতায় সঞ্চালক জানতে চান, ঢালিউড ইন্ডাস্ট্রির শিল্পীদের মধ্যে কে সৎ? জবাবে পরীমণি বলেন, ‘সবাই তো সৎ।’ ভদ্র কে? উত্তরে পরীমণি বলেন, ‘রোশান (জিয়াউল রোশান)।’ বিনয়ী? জবাবে পরীমণি বলেন, ‘সিয়াম (সিয়াম আহমেদ)।’ স্পষ্টবাদী কে? কালক্ষেপন না করে পরীমণি বলেন, ‘আমি।’ উত্তর দিয়েই হেসে ফেলেন এই অভিনেত্রী।
এসব প্রশ্নের উত্তর কিছুটা ব্যাখ্যা করে পরীমণি বলেন, ‘আমার তো সহকর্মী একজন না, অনেকজন রয়েছেন। রোশানের মতো অনেকে আছেন যে, ভদ্র, সিয়ামের মতো অনেকেই আছেন সৎ ও বিনয়ী। শুধু একজনের নাম বললে ভালো দেখায় না।’
পরীমণির পরবর্তী সিনেমা ‘ফেলু বক্সী’। এ সিনেমার মাধ্যমে ভারতীয় বাংলা সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার।