যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর শুক্রবার ছোট মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নিউইয়র্কের প্রতিবেশী নিউ জার্সি রাজ্যের কেন্দ্রস্থল।
নিউইয়র্ক সিটির অগ্নিনির্বাপন বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পে প্রাথমিকভাবে আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
বার্তা সংস্থা এএফপির এক জন সংবাদদাতা জানিয়েছেন, ভূমিকম্পে ব্রুকলিনের ভবনগুলো কেঁপে উঠেছিল।
ভূমিকম্পের পরপর জাতিসংঘেরসদর দপ্তর নিউইয়র্কে গাজার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।