সারা বাংলা

লালমনিরহাটে জমে উঠেছে ঈদবাজার

ঈদুল ফিতরের উৎসব আমেজের সিংহভাগ থাকে কেনাকাটাকে ঘিরে। ২০ রমজানের পর থেকে নারী-পুরুষ এবং শিশুদের পদচারণায় সরগরম হয়ে ‍উঠেছে লালমনিরহাট শহরের জেলা পরিষদ মার্কেট, বাটামোড়, গোসালা মার্কেটসহ সবগুলো বিপণিবিতান ও ফুটপাতের দোকান। ক্রেতাদের দাবি, এবার গত বছরের চেয়ে পোশাকের দাম বেশি।

এদিকে, ক্রেতাদের আকর্ষণ করতে শহরের মার্কেটগুলো সেজেছে নানা রঙের আলেকসজ্জায়। শুধু কাপড় নয়, কসমেটিকস এবং জুতার দোকানেও লেগেছে ঈদ উৎসবের আমেজ। তীব্র গরমের কারণে দিনের বেলায় দোকানগুলোতে ক্রেতাদের ভিড় কম থাকলেও সন্ধ্যার পর লোকসমাগম বাড়তে শুরু করে। 

শহরের গোসালা মার্কেটে পোশাক কিনতে আসা শিমুল বলেন, পোশাকসহ সব জিনিসের দাম বেড়েছে। ঈদ উপলক্ষে পরিবারের সবার জন্য সাধ্যের মধ্যে কেনাকাটা করতে এসেছি। 

সন্ধ্যার পর থেকে ক্রেতাদের সমাগম ঘটতে শুরু করে শহরের বিভিন্ন বিপণিবিতানে

অপর ক্রেতা সুমি বেগম বলেন, বাচ্চা ও স্বামীসহ পরিবারের সবার জন্য নতুন পোশাক কিনলাম। দাম গতবারের চেয়ে বেশি। প্রয়োজন ও ঈদকে ঘিরে পোশাক কিনতে হচ্ছে। 

শহরের জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ী উর্মি বলেন, রমজানের শুরুতে ক্রেতা কম ছিল। এখন ক্রেতার সংখ্যা বেড়েছে, ফলে বিক্রিও হচ্ছে বেশি। এবার পোশাকের দাম বেশি হলেও ক্রেতারা তাদের সাধ্য অনুযায়ী কিনছেন।

সম্মিলিত ব্যবসায়ী সমিতি গোসালা রোড লালমনিরহাটের সভাপতি মোকছেদুর রহমান বলেন, দিনে কম থাকলেও সন্ধ্যার পর ক্রেতার সংখ্যা বাড়ছে। বিক্রি ভালো হওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠবেন ব্যবসায়ীরা।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ক্রেতাদের ভিড় বেড়েছে মার্কেটগুলোতে। নির্বিঘ্নে ও নিরাপদে সবাই যেন ঈদ কেনাকাটা করতে পারেন সেজন্য শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ কাজ করছে।