চট্টগ্রামে এস আলম গ্রুপের এডিবল অয়েল কারখানার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর মইজ্জার টেক নামক এলাকায় অবস্থিত গুদামটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের ডেপুটি ডিরেক্টর দিনমনি শর্মা এতথ্য জানিয়েছেন।
এর আগে, গত ৪ মার্চ বিকেল সোয়া ৪টার দিকে কর্ণফুলী থানা এলাকায় এস আলম গ্রুপের একটি সুগার মিলে আগুন লেগেছিল। পরে ১০ ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এনেছিল ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের ডেপুটি ডিরেক্টর দিনমনি শর্মা আগুন বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুননির্বাপনে কাজ করেছে। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ছড়ানোর আগেই পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। বাইরে থেকে আগুনের কোনো শিখাও দেখা যাচ্ছে না।