অর্থনীতি

ঈদ ও নববর্ষে টগি ফান ওয়ার্ল্ডে বর্ণিল আয়োজন

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ মিলে এবার রয়েছে দীর্ঘ ছুটি। এ সময়কে প্রাণবন্ত করতে বর্ণিল আয়োজন রয়েছে টগি ফান ওয়ার্ল্ড থিম পার্কে।

এবারের ছুটিতে বাইরে বেরোতে গরম বাধ সাধলেও বসুন্ধরা শপিং কমপ্লেক্সের কেন্দ্রীয় শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে পারিবারিক বিনোদনের কমপ্লিট সলিউশন নিয়ে প্রস্তুত টগি ফান ওয়ার্ল্ড।

রুদ্ধশ্বাস অভিজ্ঞতা আনতে ১৭৬টিরও বেশি রাইড ও গেম রয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ভিআর থিম পার্কে। পুরো পরিবার একসঙ্গে মেতে উঠতে পারেন জীবনের আনন্দে।

বসুন্ধরা সিটির লেভেল ৮ থেকে ১৮ পর্যন্ত বিস্তৃত টগি ফান ওয়ার্ল্ডে রয়েছে লেজার ট্যাগ, পেইন্ট বল, ভার্চুয়াল রিয়ালিটি ও অগমেন্টেড রিয়ালিটি এবং আর্কেড গেইম ও রাইডসের মতো রোমাঞ্চকর সব আয়োজন।

ঈদের ছুটির পরে টগি ফান ওয়ার্ল্ডে শুরু হতে যাচ্ছে পেইন্ট বল টুর্নামেন্ট। ইতোমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে।