সারা বাংলা

ফটিকছড়িতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফটিকছড়িতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরহাট কুম্ভার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মো. আব্দুল্লাহ (১৫) ও মোস্তাকিম (১৩)। সম্পর্কে তারা খালাতো ভাই। নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাজিরহাট-খাগড়াছড়ি মহাসড়কের এসিবি স্কুলের সামনে একটি মোটরসাইকেল ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।