আন্তর্জাতিক

ইসরায়েলি জাহাজ আটক করলো ইরান

হরমুজ় প্রণালীতে তল্লাশি অভিযান চালিয়ে একটি ইসরায়েলি জাহাজ আটক করেছে ইরানের বিপ্লবী বাহিনী। শনিবার জাহাজটি আটক করা হয়।

ইরান এমন সময় জাহাজটি আটক করলো যখন ইসরায়েলে হামলার হুমকি দিয়েছে তেহরান। ইরানের এই হুমকিতে সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

সংবাদ সংস্থা এপি প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টার নিয়ে পারস্য উপসাগরের হরমুজ় প্রণালীতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইরানের বিশেষ বাহিনী। ওই সময়ই এক পণ্যবাহী জাহাজ আটক করে তারা। বন্দুক উঁচিয়ে জাহাজটিকে দাঁড় করায় সেনারা। তার পর হেলিকপ্টার থেকে একে একে নেমে আসেন বিশেষ বাহিনীর সদস্যেরা।

বার্তা সংস্থাটি জানিয়েছে, ‘এমএসসি অ্যারিস’ নামের জাহাজটি লন্ডনভিত্তিক জোডিয়াক গ্রুপের। জোডিয়াক গ্রুপ ইসরায়েলি ধনকুবের ইয়াল অফারের মালিকাধীন। শুক্রবার দুবাই থেকে জাহাজটি ভারতের মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। শনিবার হরমুজ় প্রণালীতে আসার পর এটি আটক করে ইরান।